যেকোন ওয়েব সাইটের এর জন্য সর্ব প্রথম যে জিনিসটার প্রয়োজন হয়, তা হচ্ছে ওয়েব হোস্টিং। কারণ আপনার ওয়েবসাইটকে রান বা পরিচালোনা করার জন্য আপনাকে হোস্টিং নিতেই হবে। আর হোস্টিং এর মাধ্যমে আপনার সাইট ভিজিবল বা লাইভ হয়ে আপনার ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট আপনার সাইটে আপনার ভিজিটর দেখতে পাবে। কিন্তু আপনার সাইটের জন্য হোস্টিং নিবেন কই থেকে। আর কিভাবে খুজে বের করবেন আপনার সাইটের জন্য সেরা হোস্টিং কোম্পানি। কারণ ভালোমানের হোস্টিং সার্ভিস না নিলে আপনার সাইটের জন্য ভালো পারফামেন্স পাবেন না। সুতরাং একটা ভালো মানের ওয়েবসাইট তৈরির জন্য ভালো মানের হোস্টিং এবং সেই সাথে মানসম্পূন্ন ও দায়িত্বশীল হোস্টিং প্রোভাইডার বা কোম্পানি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এটি ঠিক যতখানি গুরুত্বপূর্ণ ঠিক ততখানি কষ্টসাধ্য কাজও বটে।
তাই কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য সেরা হোস্টিং কোম্পানি বাছাই করবেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই ওয়েব ডেভেলপমেন্ট জগতে নতুনদেরকে হোস্টিং কোম্পানি বাছাইয়ে অনেক বিভ্রান্তির শিকার হতে হয়। অধিকাংশরাই বুঝতে পারে না, কোথায় থেকে এবং কিভাবে ডোমেইন ও হোস্টিং কিনবে। কেননা বর্তমানে অসংখ্য হোস্টিং কোম্পানি আছে যারা প্রতিনিয়ত কম মূল্যে উন্নতমানের হোস্টিং সার্ভিস প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু দেখা যায় তারা সেই অনুপাতে সার্ভিস বা সেবা প্রদান করে না যার ফলে নতুন কাস্টোমাররা প্রতারিত হয়। Internationaly Web Hosting এর জন্য অনেক কোম্পানি আছে যারা সারা বিশ্বজুড়ে টপ ক্লাসিক সার্ভিস দিচ্ছে কিন্তু তাদের সার্ভিস আমারা বা নতুনরা সহজে নিতে পারিনা যার অন্যতম কারণ হচ্ছে পেমেন্ট মেথড,ইন্টারন্যাশনালি ভাবে পেমেন্ট করতে হলে পেপাল অথবা ক্রেডিড কার্ড এর প্রয়োজন হয় যা রীতিমত অনেক বড় একটা সমস্যা আমাদের জন্য।
কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক International মান অনুযায়ী ডোমেইন এবং হোস্টিং কোম্পানি সার্ভিস দিয়ে আসচ্ছে, আমাদের শুধু একটু সর্তকতার সাথে সঠিক কোম্পানিটি খুঁজে বের করে আমাদের প্রয়োজন অনুযায়ী সার্ভিস নিতে হবে, তাহলেই আমরা আর প্রতারিত হবনা, এবং অতিরঞ্জিত অফার এর ফাদে পড়া থেকে নিজেদের বিরত থাকতে হবে। যে কোন কোম্পানি থেকে অতিরিক্ত অফার বা বর্তমান মার্কেট ভ্যালু এর তুলনাই যদি কম এ কেউ অফার করে তাহলে অবশ্যয় কোম্পানির সবকিছু যাচায় বাছায় করে কোম্পানি কত দিন থেকে সার্ভিস দিচ্ছে তা দেখে সার্ভিস নিবেন।
আজ আমরা বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং কোম্পানি নিয়ে আলোচনা করব,যে সব কোম্পানি থেকে সার্ভিস নিতে আপনাকে দ্বিতীয় বার ভাবতে হবে না, যেখান থেকে যে কোন সার্ভিস নিলে ভাল সার্ভিস এর গ্যারান্টি পাবেন,আর যার মাধ্যমে আপনি আপনার সাইটের জন্য সঠিক বা সেরা হোস্টিং কোম্পানি সহজেই যাচায় বাছাই করে আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং নিতে পারবেন।
বাংলাদেশের ১০ টি সেরা হোস্টিং কোম্পানি সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের এই আর্টিকেলটির শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
১। সাইবার ডেভেলোপার বিডি.(Cyber Developer BD)
২। ডায়ানাহোস্টি.(DianaHost)
৩। আলফা নেট বিডি (Alpha net.bd)
৪। এক্সন হোস্টি.(ExonHost)
৫। জিয়ন বিডি.(XeonBD)
৬। রিয়েল আইটি সলুশন.(Real IT Solution)
৭। ওয়েব হোস্ট বিডি.(Web Host BD)
৮। হোস্টিং বাংলাদেশ.(Hosting Bangladesh)
৯। ঢাকা ওয়েব হোস্ট.(Dhaka Web Host)
১০। হোস্ট এভার.(Hostever)
বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানির মধ্যে Cyber Developer BD বর্তমানে সর্ব দিক বিবেচনা করে এক নাম্বারে জায়গা করে নিয়েছে। ২০১১ সালে সাইবার ডেভেলোপার বিডি অগ্রযাত্রা শুরু করে বর্তমানে দীর্ঘ ১১ বছর যাবত সুনামের সাথে ডোমেইন হোস্টিং ও ওয়েব ডেভেলোপমেন্ট এর সার্ভিস প্রদান করে আসচ্ছে। সাইবার ডেভেলোপার বিডি এক নাম্বারে থাকার অন্যতম কারন হচ্ছে, এখানে আপনি একটি ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে সাইটের ডোমেইন হোস্টিং এবং আপনার সাইট লাইভ হওয়া পর্যন্ত যাবতীয় সেবা পাবেন। যা অন্য কোন হোস্টিং কোম্পানি বাংলাদেশে প্রদান করে না।
সাইবার ডেভেলোপার বিডি দেশের সেরা ওয়েব ডিজাইন ও ডোমেইন হোস্টিং কোম্পানী। হাজারও গ্রাহক তাদের ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, ওয়েব ডিজাইন, ডোমেইন ও হোস্টিং রিসেলার, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, এসএসএল সার্টিফিকেট, ফেসবুক মার্কেটিং সহ অনলাইন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের উপর পূর্ন আস্থা রাখেন।
এছাড়াও সাইবার ডেভেলোপার বিডি সর্বাধিক জনপ্রিয় তাদের কাস্টোমার সার্ভিস এর জন্য, এখানে আপনি যে কোন প্রয়োজনে বা সমস্যায় ২৪/৭ ফোন, লাইভচ্যাট, মেইল ও সাপোর্ট টিকিটের এর সাহায্যে কাস্টোমার সাপোর্ট পাবেন, কাস্টোমার এর সার্বিক সহযোগিতায় তাদের প্রধান উদ্দেশ্য। সাইবার ডেভেলোপার বিডি অল-ইন-ওয়ান সলুশন প্রদান করে, ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েবহোস্টিং,ওয়েবসাইট ডেভেলোপমেন্ট সেবা প্রদান করে থাকে। মূল্যত আপনি আপনার ওয়েবসাইটের জন্য সব সার্ভিস এক জায়গাতেই পাবেন। তাদের হোস্টিং প্লানে ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি, সার্ভিস খারাপ পেলে কোন শর্ত ছাড়াই ৩০ দিনের মধ্যে মানিব্যাক গ্যারান্টি,অটো ব্যাকআপ এর সুবিধা ও ক্লাউড ব্যাকআপ যা প্রতিদিন অটো ওয়েবসাইটের ব্যাকআপ হবে রিমোট সার্ভারে, লাইটস্পীড সার্ভার, ফ্রী ওয়েবসাইট ট্রান্সফার, ২দিনের ট্রায়াল এর সুবিধা,যার মাধ্যমে আপনি যাচায় করে হোস্টিং সার্ভিস নিতে পারবেন। এছাড়াও তাদের আর কিছু সার্ভিস আছে যা আপনার হোস্টিংকে আরও সহজ করবে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Domain Registration
Domai Reseller
cPanel Hosting
DirectAdmin Hosting
BDIX Hosting
Reseller Hosting
VPS Hosting
VPS Reseller Dedicated Server
Web Design Plans
eCommerce Solution
SSL Certificate
পেমেন্ট মেথড: সাইবার ডেভেলোপার বিডি যেহেতু বাংলাদেশি সেরা বা টপ কোম্পানি তাই তাদের কাছে আপনি বাংলাদেশের যে কোন পেমেন্ট সিস্টেম বা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম যেমন, বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, ভিসা কার্ড ,মাস্টার কার্ড, ডাইরেক্ট ব্যাংক পেমেন্ট অথবা বাংলাদেশী যে কোন ব্যাংক কার্ড ব্যবহার করে তাদের সার্ভিস নিতে পারবেন।
বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানির মধ্যে ডায়নাহোস্টি আমাদের সেরা হোস্টিং কোম্পানি এর তালিকাই ২ নাম্বার এ আছে। তার অন্যতম কারন হচ্ছে , তাদের সার্ভিস এবং তাদের হোস্টিং প্লান এবং প্রাইস সকল ব্যবহারকারির কথা চিন্তা করে তাদের সার্ভিস প্ল্যান গুলো তৈরি করেছে। যদি আপনার বাজেট তুলনামূলক কম এবং কম মূল্যে ভালো ডোমেইন ও হোস্টিং সার্ভিস পেতে চান তবে ডায়ানা হোস্ট হবে আপনার জন্য বেটার অপশন।
Diana Host খুবই সুলভ মূল্যে ডোমেইন রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ওয়েব হোস্টিং , শেয়ার্ড হোস্টিং এবং রিসেলার হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। এছাড়াও এই হোস্টিং কোম্পানি থেকে dedicated সার্ভার এবং বিভিন্ন প্রিমিয়াম হোস্টিং সার্ভিস গ্রহণ করা যায়। ডায়ানা হোস্ট যেকোন সময় গ্রাহকের যেকোন সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Domain Registration
Web Hosting
BDIX Web Hosting
Reseller Hosting
BDIX Reseller Hosting
Cheap Shared Hosting
Dedicated Server
পেমেন্ট মেথড: এছাড়াও তাদের আর কিছু সার্ভিস আছে যা আপনার হোস্টিংকে আরও সহজ করবে। ডায়না হোস্ট যেহেতু বাংলাদেশি কোম্পানি তাই তাদের কাছে আপনি ইন্টারনেশনাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ও বাংলাদেশের যে কোন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে তাদের সার্ভিস নিতে পারবেন।
বাংলাদেশের হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে অন্যতম একটি হোস্টিং কোম্পানী হলো ExonHost. এক্সনহোস্ট ২০০৯ সাল থেকে হোস্টিং সার্ভিস দিয়ে আসচ্ছে, কিছু কারণ বশত একাধিক বার তাঁদের কোম্পানি নাম পরিবর্তন করে, বর্তমানে Exonhost নামে মার্কেটে বেশ সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছেন। এক্সনহোস্ট কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করেন, স্বল্প মূল্যে সবচেয়ে ভালো মানের গ্রাহক সেবা ইউজারদের কাছে পৌছে দেওয়ার জন্য, দেশীয় কোম্পানিগুলোর মধ্যে এক্সনহোস্ট ভালো মানের সেবা দিয়ে থাকে। তাদের বাংলাদেশ সিঙ্গাপুর এবং ইউএসএ বেইজড ডাটাসেন্টার আছে। বিশেষ সুবিধা হিসাবে আপনার প্রয়োজনে আপনি আপনার হোস্টিং প্লান আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Web Hosting
BDIX Hosting
Resseller Hosting
Turbo Hosting
VPS Hosting
Domain Registration
SSL Certificate
পেমেন্ট মেথড: বিকাশ, রকেট, নগদ, পেপাল,ভিসা কার্ড ,মাস্টার কার্ড ডাইরেক্ট ব্যাংক পেমেন্ট এর সাহায্য আপনি পেমেন্ট করে সার্ভিস নিতে পারবেন।
বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানির মধ্যে আলফা নেট বিডি সবার আগের প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এরা ২০০১ সালে তাদের হোস্টিং বিজনেস শুরু করে সুদীর্ঘ ২১ বছর থেকে এখন পর্যন্ত সেরা মানের হোস্টিং সেবা দিয়ে আসছে। আলফা নেট বিডি থেকে আপনি হোস্টিং রিলেটেড যে কোন সার্ভিস খুব সহজেই নিতে পারবেন এবং তাদের সেবা বা সার্ভিস এর মান ইন্টারনেশনাল মানের। আলফা নেট বিডি তে যে কোন সমস্যায় আপনি ২৪ ঘন্টা সাপোর্ট পাবেন। আলফা নেট থেকে বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের সার্ভিস নিয়ে থাকে এবং তাদের বিপুল সংখ্যক স্যাটিসফাইড কাস্টোমার আছে যার মধ্যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যমুনা গ্রুপ, টেলিটক বাংলাদেশ,ওরিয়ন গ্রুপ, বাংলাদেশ নেভি,এপেক্স, সহ আরও অনেক কোম্পানি তাদের সেবা নিয়ে থাকে। যার কারনে নতুনরাও এখান থেকে তাদের পছন্দ অনুযায়ি হোস্টিং সার্ভিস নিতে আগ্রহি হয়ে থাকে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Domain Registration
Web Hosting
Reseller Hosting
VPS Server Hosting
Business Email Hosting
SSL Certificate
BDIX cPanel Hosting
পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, উপায়, রকেট, পেপাল ও বাংলাদেশী যে কোন ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করে সার্ভিস নিতে পারবেন।
বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটি হোস্টিং কোম্পানী জিয়নবিডি ২০০৫ সালে তাদের ডোমেইন ও হোস্টিং বিজনেস শুরু করে। তাদের হোস্টিং সার্ভিস এর মান বর্তমানে অনেক ভালো। দক্ষ জনবল, উচ্চমানের হোস্টিং সার্ভার এবং অত্যাধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে দেশের সেরা হোস্টিং কোম্পানি গুলোর মধ্যে অন্যতম একটা জায়গা তৈরি করে নিয়েছে জিয়নবিডি। বাংলাদেশের হোস্টিং কোম্পানি হিসাবে জিয়নবিড এর নিজেস্ব ডাটা সেন্টার রয়েছে। যার কারনে বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের থেকে হোস্টিং সার্ভিস নিয়ে থাকে যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, প্রাণ, আরএফএল সহ আরও অনেক দেশি শিল্পপ্রতিষ্ঠান তাদের সার্ভিস ব্যবহার করে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Domain Registration
Domain Reseller
Web Hosting
Reseller Hosting
VPS Server Hosting
WordPress Service
SSL Certificate
BDIX cPanel Hosting
পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, রকেট, পেপাল, বাংলাদেশী যে কোন ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করে সার্ভিস নিতে পারবেন।
ওয়েব হোস্টিং সার্ভিস প্রভাইডার এর মধ্যে সেরা ১০ টি প্রতিষ্ঠান এর তালিকায় রিয়েল আইটি সলুশন আছে ৬ নাম্বার এ। ২০১৩ সাল থেকে দীর্ঘ ৯ বছর হোস্টিং সার্ভিস দিয়ে আসচ্ছে এই কোম্পানি। তাদের সার্ভিস কোয়ালিটি অনেক ভাল, কাস্টোমার সার্ভিস এ তারা ২৪/৭ সাপোর্ট দিয়ে থাকে। রিয়েল আইটি সলুশন এ আপনি যে সার্ভিস পাবেন, শেয়ার্ড হোস্টিং,রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং।
তাদের যে কোন হোস্টিং প্লান এ ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি দিয়ে থাকে। যার মাধ্যমে আপনি নিশ্চিন্তে তাদের সার্ভিস নিতে পারবেন, এবং তাদের সার্ভিসে ২০ দিনের মানিব্যাক গ্যারান্টি পাবেন। তাই তাদের হোস্টিং সার্ভিস নিয়ে আশা করি কোন সমস্যা হবে না।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Domain Registration
Web Hosting
Reseller Hosting
VPS Server Hosting
Business Email Service
পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, অথবা বাংলাদেশী যে কোন ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করে সার্ভিস নিতে পারবেন।
আমাদের ১০ টি সেরা হোস্টিং কোম্পানি লিস্ট এর মধ্যে ৭ নাম্বার এ আছে বাংলাদেশের একটি জনপ্রিয় হোস্টিং কোম্পানি ওয়েবহোস্ট বিডি। ২০১২ সালে তাদের অগ্রযাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত তারা যথেষ্ঠ সফলতার সাথে তাদের হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। তারা বেশ অল্প সময়ের মধ্যে মার্কেটে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, যার কারন তাদের হোস্টিং সার্ভিস এবং গ্রাহক সেবার মান ভাল । ওয়েবহোস্ট বিডি তুলনামূলক ভাবে স্বল্পমূল্যে তাদের হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে যার ফলে তাদের কাছে নতুন ব্যবহার কারির সংখ্যা বেশি।
ওয়েবহোস্ট বিডি স্বল্পমূল্যে শেয়ার্ড হোস্টিং,রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং সহ আরও প্রয়োজনীয় হোস্টিং সেবা প্রদান করে থাকে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Web Hosting
Resseller Hosting
VPS Hosting
Dedicated Server
Premium Hosting
Domain Registration
পেমেন্ট মেথড: ওয়েবহোস্ট বিডি এর সার্ভিস নিতে আপনি খুব সহজেই বাংলংলাদেশের পেমেন্ট অপশন যেমন বিকাশ,রকেট,ব্যাংক পেমেন্ট ব্যবহার করে আপনার প্রয়োজনিও সেবা নিতে পারবেন।
হোস্টএভার ২০১১ সালে তাদের হোস্টিং কোম্পানির যাত্রা শুরু করে। তাদের কোম্পানি Code for Host নামে পরিচিত । বর্তমানে হোস্টএভার নামেই এটি সু-পরিচিত। হোস্টএভার একদম লো লেভেল থেকে প্রিমিয়াম লেভেল প্রায় সব কেটাগরিতেই তারা হোস্টিং সার্ভিস প্রদান করে থাকেন। এদের ডাটা সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ,বাংলাদেশ,জার্মান্ নেদারল্যান্ড এবং আরো অনেক দেশে রয়েছে। নিজস্ব হার্ডওয়্যার আর সফটওয়্যার এর পরিকাঠামো থাকার জন্য এদের সেবামান বেশ উন্নত। হোস্টিং এর সেরা সেবা প্রদান করার জন্য এরা অনেক সময় তাদের কোম্পানির প্রসার এর জন্য নতুন নতুন অফার প্রদান করে থাকে। এছাড়াও তাদের কাস্টোমার সার্ভিস অনেক ভালো। আর সব কিছু মিলেয়েই হোস্টএভার বাংলাদেশে ভালো মানের হোস্টিং সার্ভিস দিয়ে যাচ্ছে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
ওয়েব হোস্টিং
BDIX হোস্টিং
ভিপিএস সার্ভার
রিসেলার হোস্টিং
উইন্ডোজ হোস্টিং
ডোমেইন রেজিস্ট্রেশন
পেমেন্ট মেথড: বাংলাদেশী কোম্পানি হিসাবে তাদের যেকোন সার্ভিস নিয়া আপনি বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক কার্ড এর সাহায্যে আপনি পেমেন্ট করতে পারবেন।
আমাদের টপ ১০ হোস্টিং কোম্পানির লিস্টে ঢাকা ওয়েব হোস্ট কে ৮ নাম্বার এ রাখা হয়েছে। ঢাকা ওয়েব হোস্ট হোস্টিং কোম্পানি হিসাবে ২০১১ সাল থেকে তাদের হোস্টিং বিজনেস বা সার্ভিস প্রদান করা শুরু করে। ঢাকা ওয়েব হোস্ট এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের লিকুইড ওয়েব টেকনোলজি। তারা ইউএসএ লিকুইড ওয়েব, কলোক্রসিং, এবং সার্ভার ম্যানিয়ার মত ডাটা সেন্টার ব্যবহার করে থাকে তাদের সার্ভার এর জন্য।
Dhaka Web Host এর আর একটি বিশেষ ব্যাপার হলো ওয়েবসাইট OPTIMIZATION এর জন্য ফ্রী সার্পোট। ঢাকা ওয়েব হোস্ট অনেক কম মূল্যে তাদের হোস্টিং সার্ভিস দিয়ে থাকে, তাদের হোস্টিং সার্ভিস এ ওয়েব হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডোমেইন রেজিষ্ট্রেশন আরও অনেক সার্ভিস প্রদান করে থাকে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Web Hosting
BDIX Web Hosting
Dedicated Hosting
VPS Hosting
Reseller Hosting
Dedicated Server
Domain Registration
Domain Reseller
পেমেন্ট মেথড: পেমেন্ট মেথড হিসাবে বিকাশ, রকেট, ভিসা কার্ড ,মাস্টার কার্ড ডাইরেক্ট ব্যাংক পেমেন্ট এর সাহায্য আপনি পেমেন্ট করে সার্ভিস নিতে পারবেন।
বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে হোস্টিং বাংলাদেশ আছে ১০ নাম্বার এ। হোস্টিং বাংলাদেশ ২০১২ সাল থেকে সার্ভিস প্রদান করে আসছে। হোস্টিং কোম্পানি হিসাবে হোস্টিং বাংলাদেশ সর্বাধিক জনপ্রিয় একটি কোম্পানি। ভালোমানের কাস্টোমার সেবার কারনে ডোমেইন ও হোস্টিং সেবাই তারা বাংলাদেশের অনেক কোম্পানি থেকে র্শীষে অবস্থান করছে। তারা সততার সাথে ওয়েব হোস্টিং, ভিপিএস সার্ভার, ডোমেইন রেজিস্ট্রেশন সার্ভিস দিয়ে আসছে। তারা প্রতিনিয়ত নতুন দের টার্গেট করে হোস্টিং এ নানা রকমের অফার দিয়ে থাকে,যার কারনে তাদের কোম্পানিতে অনেক নতুন কাস্টোমার এর সংখ্যা বেশি থাকে।
আপনার যে কোন সমস্যায় তারা ২৪ ঘন্টা সাপোর্ট এবং মানিব্যাক গ্যারান্টি দিয়ে থাকে।
তাদের হোস্টিং সার্ভিস সমূহঃ
Web Hosting
BDIX Hosting
Dedicated Hosting
VPS Hosting
Reseller Hosting
Domain Registration
পেমেন্ট মেথড: পেইমেন্ট মেথড হিসাবে বিকাশ, রকেট, মাস্টার কার্ড ডাইরেক্ট ব্যাংক পেমেন্ট এর সাহায্য আপনি পেমেন্ট করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশে আরও অনেক হোস্টিং কোম্পানি আছে যারা অনেক ভাল মানের হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। আমাদের উল্লেখিত বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং কোম্পানি এর লিস্ট এ আমরা সার্ভিস এবং কোম্পানি এর সেবা এর মানের উপর ভিত্তি করে লিস্টিং করেছি। এখান থেকে সার্ভিস এর পরিপেক্ষিতে আপনারা সঠিক হোস্টিং কোম্পানি বাছায় করে নিতে পরবেন সহজেই, একজন নতুন অথবা পুরাতন যে কেউ সহজেই তাদের নির্দিষ্ট সেবা খুজে নিতে সাহায্য করবে এবং আমাদের ১০ টি সেরা হোস্টিং কোম্পানি এর যে কোন কোম্পানি থেকে আপনি নির্দিধায় হোস্টিং সার্ভিস নিতে পারেন এবং আশা করি আপনি আপনার সেরা সেবাটায় পাবেন। আমাদের এই আর্টিকেল এর মূল উদ্দেশ্য যাতে করে কোন কাস্টোমারই যেন প্রতারিত না হয় এবং সঠিক হোস্টিং কোম্পানি বাছায় করে সঠিক সেবা পায় তা নিশ্চিত করা। বাংলাদেশের যেহেতু বর্তমানে আরও অনেক অনেক ভাল মানের হোস্টিং কোম্পানি আছে যাদের আমরা এই লিস্টিং এ অন্তভুক্ত করতে পারিনি, আমরা আমাদের পরর্বতি আর্টিকেল এ অবশ্যয় অন্তভুক্ত করার চেস্টা করব। আর আপনাদের সার্ভিস এর উপর ভিত্তি করে যদি কোন হোস্টিং কোম্পানি থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।