কিভাবে আপনার বীল পরিশোধ করবেন
আপনার সুবিধার্থে আমরা একাধিক পেমেন্ট গেটওয়ে সিস্টেম রেখেছি, যার সাহায্যে খুব সহজেই আপনি আমাদের বীল পরিশোধ করতে পারবেন।
হোম / কিভাবে পেমেন্ট করবেন
Options | Pay Names and Account No. | |
---|---|---|
Brac Bank Ltd.————————————————– | Bank Name: Brac Bank Ltd. Account Name: CYBER DEVELOPER BD Account No: 2060827460001 Branch Name: Bogura Branch | |
Dutch-Bangla Bank Ltd. | Bank Name: Dutch-Bangla Bank Ltd. Account Name: Razib Ahsan Account No: 125.151.0183411 Branch Name: Bogura Branch | |
bKash Merchant | Account Name: bKash Merchant Account No: 01842410850 | |
bKash Parsonal | Account Name: bKash Parsonal Account No: 01720410850 | |
Nagad Merchant | Account Name: Nagad Merchant Account No: 01720410850 | |
DBBL Mobile Banking | Account Name: DBBL Mobile Banking Account No: 017204108504 |
——————————–——————–
Bank Name: Dutch Bangla Bank
Payee Name: Razib Ahsan
Account Number: 125.151.0183411
Branch Name: Bogra
——————————–——————-
ব্যাংক পেমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই আপনার পেমেন্ট রিসিপ্ট টি (ব্যাংক থেকে/ফাস্ট ট্রাক থেকে/ বুথ থেকে ফান্ড ট্রান্সফার এর ক্ষেত্রে) সংগ্রহ করুন এবং আমাদের বিলিং ডিপার্টমেনেট টিকিট করে আপনার রিসিপ্টটি স্ক্যান অথবা মোবাইল দিয়ে ছবি তুলে এটাচ করে দিন।
পেপাল পেমেন্ট এর ক্ষেত্রে অর্ডার করার সময় পেমেন্ট গেটওয়ে Paypal সিলেক্ট করুন। এর পর Pay using Paypal এ ক্লিক করলে আপনাকে পেপাল সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ওখানে পেমেন্ট কমপ্লিট করলে আপনার একাউন্ট অটো এক্টিভ হয়ে যাবে। এছাড়াও কেউ মেনুয়ালী পেমেন্ট করতে চাইলে আমাদের সাপোর্টে টিকিট করে আমাদের পেপাল আইডি নিন।
পার্সোনাল একাউন্টে আপনার বীল পরিশোধের জন্য নিম্নক্ত নির্দেশনা অনুসরণ করুনঃ
১। *247# ডায়াল করে আপনার বিকাশ মেনুতে যান।
২। Send Money সিলেক্ট করুন।
৩। আমাদের বিকাশ একাউন্ট নাম্বার দিন 01720410850
৪। আপনি যে এমাউন্ট বীল পরিশোধ করতে চাচ্ছেন সেটি বসান।
৫। আপনার রেফারেন্ট নাম্বার দিন। আপনার রেফারেন্স নাম্বার হিসেবে অবশ্যই আপনার বীল এর ইনভয়েজ নাম্বারটি বসাবেন। এটি সাধারনত ৪ ডিজিটের একটি সংখ্যা।
৬। এরপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিন এবং কনফার্ম করুন।
আপনি বিকাশ থেকে একটি ফিরতি ম্যাসেজ পাবেন যেখানে আপনার TrxID সহ আপনার সেন্ডমানি ডিটেইলস থাকবে। আমাদের ওয়েবসাইটে বিলিং ডিপার্টমেন্টে টিকিট করে আপনার বিকাশ নাম্বার, TrxID ও রেফারেন্স নাম্বারটি দিন। আপনার পেমেন্ট ভেরিফাই করার পর যত দ্রুত সম্ভব আপনার একাউন্টটি আমরা এক্টিভ করে দেব।
আরো বিস্তারিত জানতে বিকাশ অফিসিয়াল সাইটের সেন্ড মানি অপশনটি ভিজিট করতে পারেন।
পেমেন্ট অপশন ব্যবহার করে আমাদের বীল পরিশোধ করার জন্য নিম্নক্ত পদ্ধতিগুলো অবলম্বন করুনঃ
১। *247# করে আপনার বিকাশ মেনুতে যান।
২। Payment সিলেক্ট করুন।
৩। আমাদের বিকাশ ওয়ালেট নাম্বার দিন 01842410850
৪। আপনি যে এমাউন্ট পে করতে চান সেটি বসান।
৫। আপনার রেফারেন্স নাম্বারটি দিন। রিফারেন্স নাম্বার হিসেবে অবশ্যই আপনার ইনভয়েজ নাম্বারটি ব্যবহার করবেন। এটি আমাদের সার্ভিস অর্ডার করার পর আপনার বীল এ পেয়ে যাবেন। ইনভয়েজ নাম্বার হচ্ছে ৪ ডিজিটের একটি সংখ্যা।
৬। কাউন্টার নাম্বার 0 বসান।
৭। আপনার বিকাশ পিন নাম্বার বসিয়ে পেমেন্ট কনফার্ম করুন।
বিকাশ থেকে ফিরতি ম্যাসেজে আপনার পেমেন্ট ডিটেইলস ও TrxID পাবেন। এখন আমাদের সাইট থেকে আপনার ইনভয়েজটি ওপেন করে পেমেন্ট গেটওয়ে bKash Payment সিলেক্ট করুন এবং Pay Now এ ক্লিক করুন। এখানে আপনাকে TrxID বসানোর জন্য একটি ঘর দেয়া হবে। এখানে TrxID বসিয়ে সাবমিট করুন। স্বয়ংক্রিয়ভাবে বিকাশ সার্ভার থেকে আপনার পেমেন্ট ভেরিফাই হয়ে যাবে এবং আপনার বীল পরিশোধ হয়ে যাবে। যদি বেশি ঝামেলা মনে হয় তবে মেনুয়াল ভেরিফিকেশনের জন্য আমাদের ওয়েবসাইটে বিলিং ডিপার্টমেন্টে টিকিট করুন অথবা আমাদের কাস্টোমার সাপোর্ট নাম্বারে কল দিন।
বিস্তারিত জানার জন্য বিকাশ অফিসিয়াল সাইটে বিকাশ পেমেন্ট পেজটি ভিজিট করতে পারেন।
১। সিলেক্ট করুন “Send Money”
২। আমাদের রকেট একাউন্ট নাম্বারটি দিন 017204108504
৩। আপনি যে এমাউন্টটি আমাদের পে করতে চান সেটি বসান।
৪। আপনার রকেট পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন।
আপনি রকেট থেকে ফিরতি ম্যাসেজে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। আমাদের বিলিং ডিপার্টমেন্ট টিকিট করে আপনার রকেট নাম্বার, TrxID ও আপনার ইনভয়েজ নাম্বারটি দিন।
এছাড়াও আপনি বাংলাদেশের যেকোন ব্যাংক এর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড সহ ইন্টারন্যাশনাল যেকোন মাস্টার কার্ড এর মাধ্যমে আমাদের সাইট থেকে পেমেন্ট করতে পারবেন।