আপনি কি একজন ওয়েব ডেভেলপার? তাহলে নিশ্চয়ই আপনার ক্লায়েন্টদের ওয়েবসাইট হোস্ট করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের হোস্টিং প্যাকেজ কিনে দিতে হয়। আপনি হয়তো সবসময় ওয়েব রিলেটেড কাজ নিয়ে ব্যস্ত থাকেন। যেহেতু আপনার অনেক ক্লায়েন্ট আছে তাই বারবার বিভিন্ন কোম্পানি থেকে আপনার ক্লায়েন্টের জন্য ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়, এতে আপনার মূল্যবান সময় নষ্ট হয়। আপনি যদি এই মূল্যবান সময় নষ্ট করতে না চান, তাহলে রিসেলার হোস্টিং আপনার জন্য হবে একটি বেটার সলুশন। অথবা আপনি কি হোস্টিং ব্যবসা করতে চাচ্ছেন, প্রথমে আপনার বাজেট কম এবং টেকনিক্যাল নলেজ কম আছে, তাহলে আপনি রিসেলার হোস্টিং নিয়ে আপনার হোস্টিং বিজনেস শুরু করতে পারেন। রিসেলার হোস্টিং নেওয়ার সুবিধা হচ্ছে এখানে আপনার টেকনিক্যাল নলেজ না থাকলেও এই ব্যবসা টা আপনি শুরু করতে পারেন। কারণ এখানে সার্ভার ম্যানেজমেন্ট এর যত ব্যাপার গুলো আছে তা আপনার হোস্টিং কোম্পানি ম্যানেজ করবে। বেসিক হোস্টিং রিলেটেড যে বিষয় গুলো আছে সেগুলো আপনি ধীরে ধীরে শিখে নিতে পারবেন। কিন্তু, কোথায় থেকে? কিভাবে? রিসেলার হোস্টিং কিনবেন আপনি তা জানেন না। আমরা আজ এই পোস্টে রিসেলার হোস্টিং কি? রিসেলার হোস্টিং এর সুবিধা গুলো কি কি? এবং কোথায় থেকে রিসেলার হোস্টিং কিনবেন? তা নিয়ে আলোচনা করব।
হোস্টিং হচ্ছে কোন একটা স্পেস বা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের যাবতীয় ফাইল/তথ্যগুলো সংরক্ষিত থাকে। আর রিসেলার হোস্টিং হলো কোন একটি কোম্পানি থেকে যখন অন্য কোন একটি কোম্পানি বা ব্যক্তি হোস্টিং সার্ভিস বা প্যাকেজ নিয়ে নিজেই প্যাকেজ গুলো কাস্টমাইজ করে অন্যদের কাছে অর্থাৎ তার ক্লায়েন্টদের কাছে রিসেল করে তখন সেটাকে রিসেলার হোস্টিং বলে।
ফ্লেক্সিবল হোস্টিং প্ল্যান তৈরি করাঃ আপনি যদি রিসেলার হোস্টিং নিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনি যে রিসেলার প্যাকেজটি নিবেন সেই প্যাকেজ থেকে আপনার ক্লায়েন্টদের প্রয়োজন মতো কাস্টমাইজ প্যাকেজ ক্রিয়েট করে সেল দিতে পারবেন। এখানে নিজেদের ব্র্যান্ড এর নাম দিতে পারবেন যা ক্লায়েন্টদের সাথে বিশ্বাস তৈরী করতে সহায়তা করবে।
আর্থিক সুবিধাঃ রিসেলার হোস্টিং একটি লাভজনক ব্যবসা হতে পারে, কারন আপনি বেশি বিনিয়োগ ছাড়াই ভালো আয় করতে পারবেন।। (আপনি আপনার ক্লায়েন্টদের কাছে হোস্টিং সেল করার মাধ্যমে টাকা আয় করবেন।)
ম্যানেজমেন্টঃ রিসেলার হোস্টিং নিলে হোস্টিং রিলেটেড টেকনিক্যাল নলেজ না থাকলেও কোন সমস্যা নেই। কারণ এখানে সার্ভার ম্যানেজমেন্ট এর যত ব্যাপার গুলো আছে তা আপনার হোস্টিং কোম্পানি ম্যানেজ করবে। বেসিক হোস্টিং রিলেটেড যে বিষয় গুলো আছে সেগুলো আপনি ধীরে ধীরে শিখে নিতে পারবেন।
প্রয়োজনীয় সফটওয়্যার ইউজের সুবিধাঃ একটি হোস্টিং ব্যবসা করতে গেলে কিছু প্রয়োজনীয় সফটওয়্যারের প্রয়োজন হয়, যেমন হোস্টিং ম্যানেজ করার জন্য কন্ট্রোল প্যানেল দিতে হয়, সার্ভারের মোট রিসোর্সকে প্ল্যান আকারে ভাগ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়। ইউজারের বিল, প্ল্যান, সাপোর্ট টিকিট সহ অন্যান্য কর্পোরেট সাপোর্ট দেওয়ার জন্য অটোমেটেড সফটওয়্যার এর প্রয়োজন হয় । এই সব সুবিধা রিসেলার হোস্টিং এ সহজেই পাওয়া যায়।
আপনি যদি ডোমেইন হোস্টিং বিজনেস করতে চান এবং শুরুতে আপনার বাজেট যদি কম হয়, তাহলে রিসেলার হোস্টিং নিয়ে বিজনেস শুরু করা আপনার জন্য বেটার হবে। এছাড়াও বিভিন্ন সময় আপনার ক্লায়েন্টদের ডোমেইন হোস্টিং কিনে দিতে হয় এবং এর জন্য আপনার বাড়তি কিছু সময় নষ্ট হয়। আপনার যদি নিজের একটা রিসেলার প্যাকেজ নেওয়া থাকে তাহলে সেখান থেকেই আপনার ক্লায়েন্টের জন্য একটা হোস্টিং প্লান ক্রিয়েট করে দিতে পারবেন। এতে আলাদা আলাদা হোস্টিং প্যাকেজ কিনতে গেলে যে পরিমান টাকা খরচ হতো তার চেয়ে অনেক কমদামে রিসেলার হোস্টিং নিতে পারবেন। এছাড়াও আপনি যদি এ বিজনেসে নিউ হয়ে থাকেন এবং সার্ভার রিলেটেড টেকনিক্যাল নলেজও যদি আপনার না থাকে কোন সমস্যা নেই। কারণ এখানে সার্ভার ম্যানেজমেন্ট এর যত বিষয় গুলো আছে তা আপনার হোস্টিং কোম্পানি ম্যানেজ করবে। তাই যারা নিউ হোস্টিং বিজনেস করতে চাচ্ছেন কিন্তু প্রথমে বাজেট কম বা আপনার ক্লায়েন্টের জন্য রেগুলার অন্য কোম্পানি থেকে হোস্টিং কিনে দিতে হয় তাদের জন্য রিসেলার হোস্টিং সবচেয়ে ভালো হবে।
কোথায় থেকে রিসেলার হোস্টিং কিনবেন ভাবছেন? অনলাইন বাজারে অনেক রিসেলার হোস্টিং কোম্পানি আছে যেখান থেকে আপনি রিসেলার হোস্টিং কিনতে পারেন। তবে ট্রাস্টেড রিসেলার হোস্টিং কোম্পানি খুজে পাওয়া কঠিন । কারণ অনলাইনে অনেকেই আছে স্ক্যামের শিকার হন । তাই স্ক্যাম থেকে বাচতে কোথা থেকে অর্ডার করবেন ভাবছেন? কোন চিন্তা নয় । আপনি চাইলেই অনেক ট্রাস্টেড কোম্পানি আছে তাদের থেকে নিতে পারেন। তাদের মধ্যে সাইবার ডেভেলপার বিডি সবার থেকে এগিয়ে। Cyber Developer BD থেকে আপনি কেন রিসেলার হোস্টিং কিনবেন? কারন সাইবার ডেভেলপার বিডি ২০১২ সাল থেকে সার্ভিস দিয়ে আসছে।আমাদের রয়েছে দক্ষ সাপোর্ট টিম, যাদের থেকে আপনি যেকোন প্রবলেমের জন্য সাথে সাথেই সমাধান নিতে পারবেন। এবং আমাদের থেকে ভালো সার্ভিস ও কাস্টোমার সাপোর্ট পাবেন। এছাড়াও রিসেলার হোস্টিং কিভাবে ম্যানেজ করবেন তা জানতে এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট টি দেখতে পারেন। আমাদের Reseller Hosting প্যাকেজ গুলোর ফিচার নিচে দেওয়া হলোঃ
স্টার্টার প্লান #১ এসএসডি ডিস্ক স্পেসঃ ১০ জিবি মান্থলী ব্যান্ডউইথঃ ১৫০ জিবি ডোমেইন হোস্টিংঃ আনলিমিটেড সিপ্যানেল একাউন্টঃ ১০ ফ্রী এসএসএল ও এসএসডি ফ্রী WHM কন্ট্রোল প্যানেল ফ্রী কাস্টোম নেম সার্ভার ফ্রী ডোমেইন রিসেলার হোয়াইট লেবেল সার্ভার ৬০০ টাকা / মাস বাৎসরিক ৬,০০০ টাকা | স্টার্টার প্লান #২ এসএসডি ডিস্ক স্পেসঃ ১৫ জিবি মান্থলী ব্যান্ডউইথঃ ২৫০ জিবি ডোমেইন হোস্টিংঃ আনলিমিটেড সিপ্যানেল একাউন্টঃ ১৫ ফ্রী এসএসএল ও এসএসডি ফ্রী WHM কন্ট্রোল প্যানেল ফ্রী কাস্টোম নেম সার্ভার ফ্রী ডোমেইন রিসেলার হোয়াইট লেবেল সার্ভার ৮০০ টাকা / মাস বাৎসরিক ৮,০০০ টাকা | বেসিক এসএসডি ডিস্ক স্পেসঃ ২৫ জিবি মান্থলী ব্যান্ডউইথঃ ৫০০ জিবি ডোমেইন হোস্টিংঃ আনলিমিটেড সিপ্যানেল একাউন্টঃ ৩০ ফ্রী এসএসএল ও এসএসডি ফ্রী WHM কন্ট্রোল প্যানেল ফ্রী কাস্টোম নেম সার্ভার ফ্রী ডোমেইন রিসেলার হোয়াইট লেবেল সার্ভার ১৩০০ টাকা / মাস বাৎসরিক ১৩,০০০ টাকা |
স্ট্যান্ডার্ড | এডভান্সড | বিজনেস |
রিসেলার হোস্টিং নেওয়ার জন্য দেশি ও বিদেশি অনেক কোম্পানি পাবেন। কিন্তু তাদের ভিতর থেকে ট্রাস্টেড কোম্পানি থেকে আপনাকে হোস্টিং নিতে হবে। যারা দীর্ঘদিন থেকে সার্ভিস দিচ্ছে এবং ট্রাস্টেড, সার্ভিস ও সাপোর্ট সিস্টেম ভালো এমন কোম্পানি বাছাই করতে হবে।
সাইবার ডেভেলপার বিডি থেকে রিসেলার হোস্টিং নেওয়ার জন্য প্রথমেই আপনাকে সাইবার ডেভেলপার বিডির ওয়েবসাইট থেকে উপরের দিকে হোস্টিং মেনুবার থেকে রিসেলার হোস্টিং বাটনে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে একটি নতুন পেইজ ওপেন হবে। স্ক্রোল করে নিচের দিকে গেলে আপনি আমাদের রিসেলার হোস্টিং প্লান গুলো দেখতে পাবেন। এখানে আমাদের ৬টি প্যাকেজ আছে। এখান থেকে আপনি যেকোন একটি প্যাকেজ কিনে নিতে পারেন। যেকোন প্যাকেজ নেয়ার জন্য সেই প্যাকেজের নিচের দিকে “অর্ডার করুন” বাটনে ক্লিক করতে হবে। এর পরের পেইজে ডোমেইনের নাম দিবেন। তারপর প্যাকেজটি কতো দিনের জন্য নিতে চান সেটা সিলেক্ট করে “কন্টিনিউ বাটনে” ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে “কমপ্লিট অর্ডার” বাটনে ক্লিক করে পেমেন্ট করে দিলেই আপনার সার্ভিস এক্টিভ হয়ে যাবে।
রিসেলার হোস্টিং অর্ডার করার জন্য এই ভিডিও টি ফলো করতে পারেনঃ