বেসিক ম্যানেজমেন্টঃ এইটা সাধারনত আমরা ফ্রী দিয়ে থাকি। এই ম্যানেজমেন্ট এর আওতায় আপনার ক্রয়কৃত সার্ভার প্রথম অবস্থায় ফ্রীতে সেটআপ ও কনফিগারেশন করে ওয়েবসাইট হোস্ট করার জন্য উপযোগী করে দেব। অথবা আপনি যদি অন্য কোন প্লাটফর্ম যেমন রিমোট ডেক্সটপ পিসি, সফটওয়্যার এর জন্য কনফিগারেশন করে চান সেটিও দেয়া হবে এই ম্যানেজমেন্ট এর আওতায়। তবে আফটার সেলস সাপোর্টে আমরা আর কোন সফটওয়্যার রিলেটেড সাপোর্ট দেব না। অর্থ্যাৎ একবার আপনার সার্ভার রান হয়ে যাবার পর পরবর্তিতে সার্ভারের সফটওয়্যার গত বিভিন্ন সমস্যা, কোন কিছু যদি নতুন করে ইন্সটল করতে হয়, কনফিগারেশন চেঞ্জ করতে হয় এই ধরনের কোন সাপোর্ট দেয়া হবে না। শুধু মাত্র প্রথমবার সেটআপের পর থেকে এইটা সাধারন আনম্যানেজড সার্ভার। আপনি শুধু মাত্র সার্ভার রিলেটেড প্রবলেম যেমন নেটওয়ার্ক ও হার্ডওয়্যার আপটাইম রিলেটেড প্রবলেম হলে সাপোর্ট পাবেন।
প্রিমিয়াম ম্যানেজমেন্টঃ এই ম্যানেজমেন্ট এর আওতায় আপনি আফটার সেলস সফটওয়্যার রিলেটেড সাপোর্ট পাবেন। অর্থ্যাৎ যেকোন সময় যেকোন কিছু কনফিগারেশন পরিবর্তন, সার্ভারে নতুন কোন সফটওয়্যার, মডিউল বা এডঅন ইন্সটল করা লাগলে এই ম্যানেজমেন্ট সার্ভিসের আওতায় তা দেয়া হবে। যেকোন সময় সার্ভার আপডেট, সার্ভার সফটওয়্যার রিলেটেড সমস্যা এই ম্যানেজমেন্ট এর আওতায় সমাধান করে দেয়া হবে।
এডভান্সড ম্যানেজমেন্টঃ এই ম্যানেজমেন্ট এর আওতায় আপনি ইন্ডইউজার লেভেল সাপোর্ট পাবেন। যেমন যেকোন সিপ্যানেল একাউন্টে সমস্যা হচ্ছে এর জন্য আমরা সেটি পরিক্ষা করে আপনাকে সমাধান বা পরামর্শ দেব যা আপনি উপরের দুটি ম্যানেজমেন্ট সার্ভিসের আওতায় পাবেন না। প্রিমিয়াম ম্যানেজমেন্টে শুধু আপনি সার্ভারের সেটআপ কনফিগারেশন রিলেটেড সাপোর্ট পাবেন। সার্ভারের কোন সমস্যা হলে আমরা সমাধান দেব কিন্তু সিপ্যানেল একাউন্ট এর ক্ষেত্রে প্রবলেম হলে আপনাকে এডভান্সড ম্যানেজমেন্ট এর আওতায় সাপোর্ট নিতে হবে।
প্রোফেশনাল ম্যানেজমেন্টঃ এই ম্যানেজমেন্ট এর আওতায় আমরা আপনার হয়ে আপনার কাস্টোমারকে সাপোর্ট দেব। অর্থ্যাৎ আপনার সাইটে আপনার কোন কাস্টোমার সাপোর্টের জন্য টিকিট করলে আমরা আপনার কোম্পানীর হয়ে হোয়াইট লেবেল সাপোর্ট দেব। সেই সাথে উপরের সকল ম্যানেজমেন্ট সার্ভিস তো থাকছেই।