cPanel কি? সি প্যানেল কিভাবে কাজ করে? সিপ্যানেল এর প্রয়োজনীয়তা কি? - Web Hosting, Web Design, Domain Registration & VPS in Bangladesh

cPanel কি? সি প্যানেল কিভাবে কাজ করে? সিপ্যানেল এর প্রয়োজনীয়তা কি?

যে কোন কিছু কে সঠিক ভাবে পরিচালিত করতে হলে তার জন্য প্রয়োজন হয় একটি কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোলার যার মাধ্যমে উক্ত জিনিস বা বস্তুটিকে সঠিক ভাবে পরিচালোনা করা যায়। তেমনি আমাদের ওয়েবসাইটিকে সাঠিক ভাবে পরিচালনার জন্য প্রয়োজন একটি কন্ট্রোলার যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটিকে সঠিক ভাবে পরিচালোনা করতে পারব। আর ওয়েবসাইট পরিচালোনা বা কন্ট্রোল করা হয় সিপ্যান এর মাধ্যমে।

আমাদের ওয়েবসাইটের জন্য হোস্টিং কিনার পর হোস্টিং ম্যানেজ করার জন্য কিছু সেটিংস করতে হয়। আমাদের ক্রয়কিত হোস্টিং এর সার্ভার স্পেস এবং এর সিকিইউরিটি ম্যানেজ করার জন্য হোস্টিং কন্ট্রোল প্যানেল বা হোস্টিং সফটওয়্যার সম্পর্কে যথেষ্ঠ জ্ঞ্যান বা ধারনা থাকতে হয়। আজকে আমরা সিপ্যানেল কি? সিপ্যানেল কিভাবে ব্যবহার এবং এর যাবতীয় প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানার চেস্টা করবো ।

 

 

সিপ্যানেল কি?

সিপ্যানেল কি?

সিপ্যানেল কি?

এলএলসি দ্বারা উন্নত সিপ্যানেল হল একটি ওয়েবহোস্টিং কন্ট্রোল প্যানেল সফটওয়্যার। cPanel এর পূর্ণ রুপ হচ্ছে control panel, সিপ্যানেল ১৯৯৬ সালে স্পিড হোস্টিংয়ের নিয়ন্ত্রণ প্যানেল হিসাবে ডিজাইন করা হয়েছিল আর সিপ্যানেল এর মূল লেখক জন নিক কোস্টন। সিপ্যানেল একটি (GUI) গ্রাগিক্যাল ইউজার ইন্টারফেস এবং অটোমেশন সরঞ্জাম সরবরাহ করে যা একটি ওয়েবসাইটের ইউজার এবং মালিকের ওয়েবসাইট হোস্ট করা এবং কন্ট্রোল করার কাজ সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। সিপ্যানেল হচ্ছে Linux karnel এর অপারেটিং সিস্টেম সেন্টওএস, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, এবং ক্লাউডলিনাক্স ওএস এ ব্যবহিত জনপ্রিয় ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। যার সাহায্যে খুব সহজে ও সুন্দর ভাবে আপনার ওয়েব সার্ভার নিয়ন্ত্রন বা পরিচালনা করা যায়।

সিপ্যানেল এর GUI (Graphical User Interface), API (Application Programming Interface) এবং কমান্ড লাইন ইন্টারফেস আছে। API এমন একটি টুলস যেখানে প্রোগ্রামিং এবং কম্যান্ড ব্যবহার এর মাধ্যমে এক অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত হয়ে ফিচারগুলি একে অপরের সাথে শেয়ার করে সার্ভিস ম্যানেজ করার ফাংশনালিটি দেয়। সিপ্যানেল এ প্রায় সব ধরনের ওয়েব সার্ভার সাপোর্ট করে।

 

 

সিপ্যানেল কি কি কাজ করে?

সিপ্যানেল কি ভাবে কাজ করে?

সিপ্যানেল কি ভাবে কাজ করে?

cPanel একটি বহুল ব্যবহারিত জনপ্রিয় ওয়েবসাইট কন্টোল প্যানেল। যার মাধ্যমে আপনি আপনার হোস্টিং এর যাবতীয় কিছু ম্যানেজ করতে পারবেন। আর ওয়েবহোস্টিং ম্যানেজ করায় সিপ্যানেল এর কাজ। আপানার ক্রয়কিত ডোমেইন আপনার হোস্টিং এর সাথে সংযুক্ত করতে হবে,যদি আপনি একি কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনে থাকেন তাহলে আপনাকে নিজে থেকে ডোমেইন এবং হোস্টিং সেটআপ করতে হবে না। কিন্তু আপনি যদি ডোমেইন এবং হোস্টিং আলাদা আলাদা কোম্পানি থেকে কিনেন তাহলে আপনাকে নিজে থেকে ডোনেইন এবং হোস্টিং সেট আপ বা ম্যানেজ করে নিতে হবে সিপ্যানেল থেকে।

cPanel থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন ফিচার সাইটে এড করতে হয় যেমন সাব-ডোমেইন, ই-মেইল সার্ভার, এস এসএল সিকিউরিটি স্পেস স্ট্যাটিস্টিক সহ আর অনেক কিছু সেট আপ এবং এড করতে হয় সিপ্যানেল থেকে। আপনার হোস্টিং এর যাবতীয় কিছুই সিপ্যানেল থেকে নিরাপত্তা প্রদান এবং সব কিছু সঠিক ভাবে ম্যানেজ করায় সি প্যানেল এর কাজ।

 

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের হাই সিপিইউ ইউজেস সমাধান করা যায়?

 

 

সিপ্যানেল কেন ব্যবহার করতে হয়?

আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার অবশ্যয় প্রথমে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। কারন আপনার সাইটটি উক্ত ডোমেইন এবং হোস্টিং এর সাহায্যে আপনার ওয়েবসাইট ভিজিটর এর কাছে ভিজিবল হবে। আপনার সাইটে অনেক ধরনের তথ্য আপলোড করতে হয়। আর এই কাজ টা আপনি খুব সহজেই আপনার সিপ্যানেল ব্যবহার করে করতে পারবেন।

cPanel থেকে আপনার সাইটের যাবতীয় কিছু সঠিক ভাবে সেটিংস এবং যে কোন প্রয়োজনে আপনার ওয়েবসাইট এর যে কোন সমস্যা হলে তা সিপ্যানেল থেকে সহজেই সমাধান করতে পরবেন। ওয়েবসাইট ম্যানেজ করার জন্য সিপ্যানেল ব্যবহার করা হয়। এছাড়াও আপনার সাইটের নতুন কোন ডোমেইন অ্যাড করতে ইমেইল একাউন্ট ক্রিয়েট করা, ফাইল ম্যানেজ করা, এফটিপ একাউন্ট ক্রিয়েট , এফটিপ ক্যানেকশন,ব্যাকআপ, ব্যাকআপ উইজার্ড এর সাহায্যে আপনার ওয়েবসাইট ব্যাক আপ এবং ওয়েবসাইট রিস্টোর করতে এছাড়া আরো অনেক কিছু আপনি সিপ্যানেল ব্যবহার করে করতে পারবেন।

 

 

সিপ্যানেল এর জনপ্রিয়তার কারণ?

সিপ্যানেল এর জনপ্রিয়তার কারণ?

সিপ্যানেল এর জনপ্রিয়তার কারণ?

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কন্টোল প্যানেল হছে সিপ্যানেল। সিপ্যানেল হলো লিনাক্স ভিত্তিক একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। এর সাহায্যে একটি ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যাবতীয় সব গতিবিধি নিয়ন্ত্রন করা যায় খুব সহজেই। cPanel এর জনপ্রিয়তার অন্যতম কারন হচ্ছে এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। যার কারনে নতুন ইউজাররাও খুব সহজেই সবকিছু বুঝতে পারে। ওয়েব হোস্টিং ম্যানেজ করার জন্য যেসকল অপশন বা সেটিংস এবং টুল দরকার সবগুলো ক্যটাগরি অনুযায়ি আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যার কারনে সহজে বুঝা যায়। এছাড়াও যে কোন সমস্যাই তাদের সাপোর্টে যোগাযোগ করলে দ্রুত সাহায্য পাওয়া যায়, তো সবকিছু মিলেয়ে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কন্টোল প্যানেল হচ্ছে cPanel।

 

 

সিপ্যানেল সর্ম্পকে আরো বিস্তারিত জানতে আমাদের সিপ্যানেল নিয়ে এই ভিডিও দেখতে পারেন,

সর্বস্বত্ত্ব সংরক্ষনেঃ সাইবার ডেভলোপার বিডি ২০১২-২০২৫