সবচেয়ে জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন কি কি এবং কেন? - Web Hosting, Web Design, Domain Registration & VPS in Bangladesh

সবচেয়ে জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন কি কি এবং কেন?

বর্তমান সময়ে ব্যবসার জন্য জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। আপনি এই সময়ে আপনার ব্যবসার অধিক প্রসার ঘটাতে চাইলে ইন্টারনেট এর বিকল্প কোন কিচ্ছু বর্তমানে নেই। তাই আপনি যদি আপনার ব্যবসা কে প্রতিযোগিদের থেকে এগিয়ে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রতিযোগিদের থেকে আলাদা ভাবে ভাবতে হবে এবং সেই অনুযায়ি আলাদা করে কাজ করতে হবে। তাছাড়া আপনি বর্তমান ব্যবসায় অন্যের তুলনাই পিছিয়ে পরবেন। তাহলে আপনি কিভাবে আলাদা ভাবে নিজের ব্যবসাকে অন্যের থেকে আলাদা করে তুলতে পারেন। আপনি আপনার ব্যবসাকে একটু ইউনিক ভাবে গড়ে তুলুন যাতে করে সবার থেকে আপনার টা আলাদা ভাবে নিজেকে প্রেজেন্ট করে।

কিন্তু কিভাবে তা করবেন? কি ভাবে সবার থেকে ইউনিক হবে আপনার বিজনেস প্লান?

আপনি এইটা করতে পারবেন শুধু মাত্র অনলাইন এর মাধ্যমে। আপনি আপনার ব্যবসাকে এক অন্যরকম ভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে আপনার ব্যবসা কে কিভাবে সবার কাছে প্রেজেন্ট করতে হবে এবং কি ভাবে শুরু করলে সবার কাছে আপনার প্রডাক্ট জনপ্রিয় হবে এই বিষয়ে সঠিক ধারনা বা জ্ঞান থাকতে হবে। তাহলে আপনার ব্যবসা সঠিক ভাবে গ্রো করবে।
ইন্টারনেটে ব্যবসা করার জন্য ওয়েবসাইট দিন দিন জনপ্রিয় মাধ্যম হয়ে উঠছে । যার অন্যতম কারন হচ্ছে ওয়েবসাইটের সাহায্যে বিশ্বের যেকোন প্রান্তের মানুষের সাথে ব্যবসা করা যায়। কিন্তু আপনি আপনার ব্যবসা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট এ শুরু করবেন, কি কি প্রয়োজন হবে তার জানা দরকার।
একটি ওয়েবসাইটের জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে একটি ডোমেইন যার মাধ্যমে আপনার সাইট তৈরি হবে। আর ডোমেইন হবে আপনার ওয়েবসাইটের ঠিকানা। যার মাধ্যমে আপনার কাস্টোমার আপনার ওয়েবসাইট খুজে পাবে। এখন ঠিক করতে হবে আপনার ব্যবসার জন্য সঠিক ডোমেইন নেম সিলেক্ট করা, কিন্তু সঠিক ডোমেইন নাম কিভাবে আপনি সিলেক্ট করবেন। এখানে হাজার হাজার ডোমেইন এক্সটেনশন আছে। তাহলে কিভাবে এবং কোথায় থেকে আপনি আপনার পছন্দের ডোমেইন রেজিস্ট্রার করবেন, বর্তমানে অনেক ডোমেইন রেজিস্ট্রেশন ও হোস্টিং কোম্পানি আছে যারা ভাল মানের সার্ভিস দিয়ে আসছে তার মধ্যে Cyber Developer BD অন্যতম।

আর আজকে আমরা আপনার সুবিধার জন্য বিশ্বের ৫টি জনপ্রিয় ডোমেন এক্সটেনশন সর্ম্পকে বিস্তারিত জানব,

আপনার ব্যবসা, পারসোনাল ব্লগ,অথবা র্পোটফলিও ওয়েবসাইটের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে একটি পারফ্যাক্ট ডোমেইন নেম সেলেক্ট করা, সঠিক ডোমেইন নেম ঠিক করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হয়, যা আপনার ব্যবসার জন্য অনেক গুরুত্ব পূর্ণ।
১। সহজে পড়া এবং মনে রাখা যায় এমন ডোমেইন খুজে বের করতে হবে। ডোমেইন নেম এর বানান ভুল হওয়া যাবেন না বা ডোমেইন নেম এ কোন সংখা রাখা যাবেনা।
২। এমন ডোমেইন নেম খুজে বের করতে হবে যেটা আপনার ব্যবসা কে প্রকাশ করে, আপনার ব্যবসার নাম হতে পারে, আপনার ব্যবসার স্লোগান বা কীওয়াড হতে পারে যা আপনার ব্যবসার সাথে ভালো ভাবে যাবে।
৩। সঠিক ডমেইন এক্সটেনশন সিলেক্ট করতে হবে aka top-level domain (TLD). এটা মুল্যত নির্ভর করে আপনার কি রকম ব্যবসা, কি রকম প্রতিষ্ঠান অথবা কি রকম পন্য এর জন্য ব্যবহার করা হবে।

যখন সঠিক ডোমেইন বেছে নেওয়ার কথা আসে, তখন আপনার পরিচিতি দিয়ে শুরু করা উচিত। আপনার প্রয়োজন অনুযায়ি কোন ডোমেন এক্সটেনশনগুলি সবচেয়ে বেশি প্রচলিত তা দেখুন এবং আপনার ব্র্যান্ড এবং ভোক্তাদের প্রত্যাশার সাথে মিল রেখে সঠিক একটি বেছে নিন।যার কারণে আপনাকে আপনার প্রয়োজনে সঠিক TLD টি বাছায় করে নিতে হবে।

 বর্তমান সময়ের জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন

জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন

জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন

১। .com-161.1m
২। .cn-20.6m
৩। .de-17.3m
৪। .net-13.2m
৫। .uk-11.1m
৬। .org-10.6m

আপনার জন্য আপনি কোন ডোমেইন এক্সটেনশনটি সিলেক্ট করবেন এইটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব ৫টি জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন এবং কেন আপনি আপনার জন্য এই এক্সটেনশন সিলেক্ট করবেন।

১। .com

ডট কম ডোমেইন হচ্ছে সর্বকালের সবচেয়ে বেশি জনপ্রিয় এক্সটেনশন। এখন পর্যন্ত এই ডোমেইন এর ব্যবহার কারির সংখ্যা বেশি। .com ডোমেইন বেশি ব্যবহার করার অন্যতম কারন হচ্ছে এটি সব ধরনের ব্যবসায়ের ওয়েবসাইটের জন্য সর্বাধিক ব্যবহার করা হয়েছে। এই ডোমেইন নেম এর দাম তুলনা মূলক ভাবে বেশি না এবং এটি অনেক ব্যবসায়িক ভিত্তিতে বেশি ব্যবহার করা হই। এর বর্তমান রেজিস্টার হওয়া ডোমেইন এর সংখ্যা প্রায় ১৬১.১ মিলিয়ন। এটি জনপ্রিয় হওয়ার আর একটি কারন হচ্ছে এটি অনেক বেশি ট্রাস্টেট ওয়েব ব্যবহার কারিদের কাছে।

২। .cn

ডট সিএন একটি দেশ ভিত্তিক ডোমেইন। এটি মূলত চায়নার জন্য নির্ধারিত ডোমেইন এক্সটেনশন। আর এটি রেজিস্টার হওয়া ডোমেইন এর সংখ্যায় ২য় জনপ্রিয় এক্সটেনশন। এর বর্তমান রেজিস্টার হওয়া ডোমেইন এর সংখ্যা প্রায় ২০.৬ মিলিয়ন। যার অন্যতম কারন চায়নার বিশাল জনসংখ্যা। ১.৫ বিলিয়ন জনসংখ্যা নিয়ে চীন বিশ্বের বৃহত্তম দেশ। চায়নাতে একটি বিশাল আকারের ইন্টারনেট অর্থনীতি আছে। তাই অবাক হওয়ার কিছু নেই যে .CN হল সবচেয়ে জনপ্রিয় ডোমেনগুলির মধ্যে একটি৷

৩। .de

ডট ডিই একটি জার্মানের জন্য নির্ধারিত কান্ট্রি ভিত্তিক ডোমেইন এক্সটেনশন । আর এটিও অনেক জনপ্রিয় একটি ডোমেইন এক্সটেনশন। এটির বর্তমান রেজিস্টার হওয়া ডোমেইন এর সংখ্যা প্রায় ১৭.৩ মিলিয়ন। জার্মানি ওয়েবের অনেক অনেক অগ্রভাগে রয়েছে এবং .DE সর্বদা সেখানকার কোম্পানি এবং লোকেদের কাছে জনপ্রিয়। এটি জার্মানের লোক ছাড়াও বিশ্বের যে কেউ এই ডোমেইন এক্সটেনশন নিজের ব্যবসার জন্য ব্যবহার করতে পারে।

৪। .net

ডট নেট মূলত ইন্টারনেট সেবা প্রদান কারি প্রতিস্থান, অনলাইন প্রযুক্তি সংস্থা এবং নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলির উদ্দেশ্যে, এই ডোমেন এক্সটেনশনটি আজ অনেক বেশি ব্যবহৃত হয়। সারা বিশ্বে ডট কম ডোমেইন এর পর ডট নেট সবচেয়ে জনপ্রিয় এক্সটেনশন। এটির বর্তমান রেজিস্টার হওয়া ডোমেইন এর সংখ্যা প্রায় ১৩.২ মিলিয়ন। কিছু কোম্পানি একটি .com এবং একটি .net উভয়ই ক্রয় করে যে তাদের উভয়ই আছে।

৫। .uk

সংখ্যার দিক থেকে ৫ নাম্বার এ আছে ডট ইউকে এই ডোমেইন এক্সটেনশনটি ও এটি একটি কান্ট্রি বা দেশ ভিত্তিক ডোমেইন এক্সটেনশন, যার বর্তমান রেজিস্টার হওয়া ডোমেইন এর সংখ্যা প্রায় ১১.১ মিলিয়ন। যুক্তরাজ্যের ব্যবসা ভিত্তিক ওয়েবসাইটের জন্য ডট ইউকে ডোমেইন সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটি যে কেউ কিনে তার ওয়েবসাইটের জন্য ব্যবহার করেত পারে।

উপরের ৫টি ছাড়াও বর্তমানে আর অনেক জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন আছে যা সারা বিশ্ব বহুল ব্যবহিত হয়ে আসছে। .ai একটি জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন। এই এক্সটেনশন সাধারনত Robot.ai, Automation.ai এই ধরনের কোম্পানি তাদের ব্যবসার জন্য ব্যবহার করে থাকে । এবং .ai ডোমেইন ১০,০০০ ডলার এর অধিক দামে সেল হয়েছে।

.org (organization)

আর একটি জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন আর এটি সাধারনত যেকোন (organization) বা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। .org ডোমেইন ব্যবসার জন্যও সমান ভাবে যে কেউ ব্যবহার করতে পারে।

.us (United States)

আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সংরক্ষিত। এটি ব্যক্তি, কর্পোরেশন বা অলাভজনক সংস্থাগুলির জন্য ব্যবহার করা যেতে পারে তবে তাদের অবশ্যই একজন বাসিন্দা হতে হবে বা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নিবন্ধিত ব্যবসা থাকতে হবে৷

.edu(education)

ডট এডু ডোমেইন ১৯৮৫ সালে প্রস্তাবিত করা হয়েছিল শিক্ষার দিকে মনোনিবেশ করে এমন সংস্থাগুলির জন্য। এই ডোমেইন নেম সাধারনত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে। এটি যে কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান এর জন্য ব্যবহার করতে পারে।

.info (information)

আর একটি জনপ্রিয় ডোমেইন নেম হচ্ছে ডট ইনফো, এটি যে কেউ তার ব্যবসা, বা নিজ ইনফরমেশন ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারে। ইনফো ডোমেইন অনেক ব্যবহিত একটি ডোমেন নেম। অনেক প্রতিষ্ঠান .com ডোমেইন এর পাশা পাশি তাদের জন্য .info ডোমেইন ও নিয়ে থাকে।

বর্তমান সময়ে কেউই দ্বিমত প্রকাশ করবেনা যে .COM ডোমেইন সবচেয়ে জনপ্রিয় শীর্ষ-স্তরের ডোমেইন। কিন্তু, এই আর্টিকেলে যেমন দেখায়, সংখ্যা মানে সবকিছু নয়। দিনের শেষে, আপনার এমন একটি শীর্ষ-স্তরের ডোমেইন বেছে নেওয়া উচিত যা আপনার নির্দিষ্ট ব্যবহার এবং ব্যবসার জন্য সবচেয়ে বেশি অর্থবহ।

আপনার প্রিয় ডোমেইন নেমটি কিভাবে ওর্ডার করবেন তা আমাদের এই ভিডিও এর মাধ্যমে দেখতে পারেন।

সর্বস্বত্ত্ব সংরক্ষনেঃ সাইবার ডেভলোপার বিডি ২০১২-২০২৫